Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভুরুঙ্গামারী জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৩৩ জন আটক

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ভুরুঙ্গামারীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর উপজেলা আমির ও নাগেশ্বরী উপজেলার সেক্রেটারিসহ ৩৩ জনকে আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। জানাগেছে, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দুরে বাইশমারী নামক স্থানে আব্দুর রাজ্জাকের বাড়ির পাশে একটি মসজিদে এরা মিলিত হয়েছিলো। পুলিশ জানিয়েছে গোপন ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা নিয়ে বৈঠকের খবর পেয়ে তারা অভিযান চালায়। এসময় ঐস্থল থেকে ভুরুঙ্গামারী উপজেলার জামায়াতের আমির আজিজুল ইসলাম, পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু হানিফ, ইসলামী ফাউন্ডেশনের ফরিদুল ইসলাম এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানিকসহ ৩৩ জনকে আটক করে। এসময় তারা তাদের ব্যবহৃত ৯টি হোন্ডা ও ৮টি বাইসাইকেল আটক করে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামায়াত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ