বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাছিম উল আলম : লাখ লাখ ধর্মপ্রাণ মুসুল্লীর আহাজারী আর গগণবিদারী কান্নার রোল নিয়ে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিনব্যাপী মহাপবিত্র বিশ্ব উরশ গতকাল শেষ হয়েছে। প্রবল কান্না আর “আমিন আমিন” ধ্বনীতে এ সময় পুরো এলাকাজুড়ে অভাবনীয় এক আবহ তৈরী হয়। গত শুক্রবার জুমা বাদে এর আনুষ্ঠানিক সূচনা হলেও শনিবার থেকে এর মূল পর্বের সূচনা হয়। নিয়মানুযায়ী সকাল ১১টার সময় আখেরী মুনাজাত অনুষ্ঠানে কথা থাকলেও মানুষের চাপ সামাল দিতে না পরায় ফজর নামাজ বাদ ফাতেহা শরিফ ও খতম শরিফ আদায়ন্তে বয়ানের পরে এ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বড় পীরজাদা আলহাজ খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী ছাহেব মোনাজাত পূর্ব বয়ানে সমবেত জাকেরান ও আশেকানসহ ভক্তবৃন্দকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এর পরে বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহসুফী সৈয়দ খাজাবাবা ফরিদপুরী কুঃছেঃআঃ ছাহেবের কবর জিয়ারতের নিয়তে ফাতেহা শরিফ পাঠন্তে তিনি আখেরী মোনাজাত পরিচালনা করেন। এ মোনাজাতে সমগ্র মুসলিম বিশ্ব সারা দুনিয়ার শান্তি ও সমৃদ্ধিসহ দেশের শান্তি-সমৃদ্ধির জন্যও তিনি মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে আর্জি পেস করেন। তিনি সমবেত মুসুল্লীয়ানকে সাথে নিয়ে সকলের ঈমান ও আকিদা সংহত করাসহ আখেরী জামানার ফেতনা ফাসাদ থেকেও মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের রহমত কামনা করেন। প্রায় ২৮ মিনিটের এ আখেরী মোনাজাতে অংশ নেয়া লাখ লাখ মুসুল্লী আল্লার আদেশ অমান্য করার জন্য পানাহ চেয়ে রহমত ও মাগফিরাত কামনা করেন।
গতকাল আখেরী মোনাজাতের পরে বিপুলসংখ্যক মুসুল্লী নিজ নিজ বাড়ীর উদ্যেশ্যে বিশ্ব জাকের মঞ্জিল ত্যাগ করলেও এখনো অনেক মুসুল্লী এ দরবারে রয়ে গেছেন। পাশাপাশি আরো অগনিত মুসুল্লীর আগমন অব্যাহত রয়েছে এ দরবার শরিফে। বিশ্ব জাকের মঞ্জিলের সাথে সংযুক্ত যে ৪টি রাস্তা বরিশাল-ফরিদপুর-ঢাকা ও খুলনা-ঢাকা মহাসড়কে সংযুক্ত গতরাত পর্যন্ত তাতে ব্যাপক যানযট অব্যাহত ছিল। পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া, কাওড়াকান্দী-মাওয়া ও শরিয়তপুর-চাঁদপুর ফেরিরুটেও ব্যাপক যানযট চলছে গত ৫ দিন যাবত আগত মুসুল্লীদের যানবাহনের কারণে।
ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, রাতের শেষ ভাগে ৩টা থেকে ফযরের আযানের পূর্ব মুহূর্ত পর্যন্ত রহমতের সময় পরম করুণাময় আল্লাহর রহমত কামনা ও তদীয় পেয়ারা হাবীব বিশ্ব নবী রাসুলে পাক (সা:)-এর স্মরণ এবং মোরাকাবা মোশাহেদা ও জিকির অনুষ্ঠিত হয়। যোহর, আসর ও মাগরিব নামাজ বাদ মোরাকাবা মোশাহেদা ও জিকির আসকার, এশা নামাজ বাদ রাসুলে পাক (সা:)-এর প্রতি দরুদ শরীফ পাঠ এবং প্রতি ওয়াক্তে নামাজ ও নফল আবাদত বন্দেগীর পরে প্রকৃত ইসলামের সুমহান আদর্শ আলোকপাত করে ওয়াজ নসিহত অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।