রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ীতে টাকার লোভ দেখিয়ে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামে। জানা গেছে, ওই গ্রামের নুর ইসলামের কন্যা নওদাবশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী (৮) নিজ ঘরে পড়াশোনা করছিল। মা সহিদা বেগম রাতের রান্নায় ব্যস্ত ছিলেন। পড়ার ঘরে একাকী থাকার সুবাদে প্রতিবেশী মৃত আজকার আলীর লম্পট পুত্র আঃ মালেক (৪২) ঘরে ঢুকে ১৫০ টাকা ওই ছাত্রীর হাতে গুজে দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীর চিৎকারে তার মা ও পাশের বাড়ীর মহিলারা ছুটে এলে লম্পট আঃ মালেক পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকাবাসী একত্রিত হয়ে লম্পট আঃ মালেকের বাড়ী ঘেরাও করে রাখে। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে আটক করে থানা নিয়ে আসেন। গতকাল মঙ্গলবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ আটক আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।