Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টের আদেশ অমান্য করে খেলার মাঠে দেয়াল নির্মাণের অভিযোগ

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় ও দোলেশর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে জোরপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা প্রশাসন খেলার মাঠে দেয়াল নির্মাণের কাজ জোরেসরে চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় স্কুল কলেজের শতশত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। অজ্ঞাত কারণ দেখিয়ে ৯৯ বছরের জন্য স্কুল ও কলেজের মাঠের নামে বন্দোবস্ত দেয়া এই জমির বন্দোবস্ত বাতিল করে উপজেলা প্রশাসন মাঠ দখল করার জন্য গত ৩০ জানুয়ারি দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। এতে এই বন্দোবস্ত বাতিলের বিরুদ্ধে গত ১৯ ফেব্রæয়ারি কলেজের অধ্যক্ষ অমলেশ চন্দ্র চক্রবর্তী ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক পলি আক্তার হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন। এতে বিজ্ঞ উচ্চ আদালত উপজেলা প্রশাসন কতৃক মাঠে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারী করেন এবং স্কুল ও কলেজের শিক্ষকদের হয়রানী না করার জন্য আদেশ দেন। উচ্চ আদালতের এই আদেশের অনুলিপি ভ‚মি মন্ত্রণালয়ে প্রেরণ করলে সিনিয়র সচিব তা রিসিভ করে রাখেন। সচিবের এই রিসিভ করা কপির অনুলিপি গত সোমবার বিকেলে ঢাকা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরেও প্রেরণ করা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন একজন প্রভাবশালী ব্যাক্তির ইন্ধনে উচ্চ আদালতকে উপক্ষো করে তাদের নির্মাণ কাজ চালিয়েই যাচ্ছে বলে অভিযোগ তোলেন কলেজের অধ্যক্ষ অমলেশ চন্দ্র চক্রবর্তী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, স্কুল-কলেজের খেলার মাঠে দেয়াল নির্মাণ কাজ বন্ধ না করলে যে কোন সময় এই ঘটনাকে কেন্দ্র করে একটি বড় ধরনের ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, দোলেশ্বর কল্যান সংস্থার (ট্রাষ্ট) অর্থায়নে ১৯৮২ সালে দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ের সংলগ্ন দোলেশ্বর মৌজার ১নং খাস খতিয়ানের ১৬১ শতাংশ ভ‚মি তখন থেকেই বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সরকারী নিয়ম অনুসারে ওই ভ‚মি দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নামে ১৯৯০ সালে বন্দোবস্ত নেয়া হয়। পরবর্তীতে দোলেশ্বর কল্যাণ সংস্থার অর্থায়নে ১৯৯২ সালে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পর দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নামে বন্দোবস্তকৃত ১৬১ শতাং ভ‚মির মধ্যে ১১১ শতাংশ ভ‚মি বন্দোবস্তের শর্ত মোতাবেক ঢাকা জেলা প্রশাসকের অনুমতিক্রমে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের নামে রেজিস্ট্রি দলিল মূলে হস্তান্তর করা হয়। তখন হতেই সম্পুর্ন ভ‚মি দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ