Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরে সংঘর্ষে আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ৫:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ইছাপুরা গ্রামে পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। ১৫ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চাতলপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রামে মৃত ইদ্রিস মেম্বারের গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে সম্প্রতি বিরোধ চরম আকার ধারণ করে। টাকা নিয়ে বিরোধ মেটাতে গ্রামের সর্দার-মাতব্বররা মঙ্গলবার সকালে নিজেদের মধ্যে আলোচনায় বসেন। এরই মধ্যে একিন আলীর লোকজন ও আক্কাছ আলীর লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে উভয়পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এতে আহতদের মধ্যে সাদ্দাম হোসেন (৩৫) সোহেল মিয়া (৩৩), মঞ্জু মিয়া (২৭) শরীফ মিয়া (৩২), নুরুল ইসলাম (৩৪), সাইফুল ইসলাম(৪৩), এনায়েত মিয়াসহ (৩০) প্রায় ১৫জন জেলা সদর হাসপাতালে ভর্তি হন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাফর জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে এ গোষ্ঠীর দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ