বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনার ডুমুরিয়া উপজেলার মির্জাপুর এলাকার একটি খালের পাড় থেকে সুদর্শন (২২) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে ওই স্থালে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত সুদর্শন বটিয়াঘাটার গুনারাবাদের সুকুমার রায়ের ছেলে। তিনি সরকারি সুন্দরবন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস জানান, সুদর্শন ডুমুরিয়ার বড় ডাঙ্গায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। সোমবার বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি তিনি। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।