Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় পররাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ক‚টনৈতিক সংবাদদাতা : পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সফররত মিয়ানমারের মানবাধিকার-বিষয়ক জাতিসংঘের স্পেশাল রেপোর্টিয়ার ইয়াংঘি লিকে বলেছেন, বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়। প্রসঙ্গত, লি তিনদিনের সফরে গতকাল সোমবার বাংলাদেশে এসেছেন। গতকাল বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে স্রোতের মতো রোহিঙ্গারা বাংলাদেশে এসে এদেশের আর্থসামাজিক ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। তিনি এ সঙ্কট সমাধানে আন্তর্জাতিক স¤প্রদায়ের নজর কামনা করেন।
লি কক্সবাজার সফর করে রোহিঙ্গা উদ্বাস্তুদের অবস্থা সরেজমিন পরিদর্শন করবেন এবং মিয়ানমারে তাদের ওপর দমন-পীড়নের কথা শুনবেন। তিনি দুইদিন কক্সবাজারে অবস্থান করবেন।
এর আগে জাতিসংঘের এই স্পেশাল রেপোর্টিয়ার গত ৯ থেকে ২১ জানুয়ারি মিয়ানমার সফর করেন। সফরকালে তিনি আরাকান (রাখাইন) ও কোচিন রাজ্য পরিদর্শন এবং মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শক ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচিসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। এরপর জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে বলেন, মিয়ানমারে যা হচ্ছে তা এক কথায় প্রতিহিংসামূলক। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্যের শিকার।
লি বলেন, বিগত জাতীয় নির্বাচন মিয়ানমারের মানুষের মধ্যে ব্যাপক আকাক্সক্ষার জন্ম দিয়েছিল। কিন্তু মাত্র এক বছরের মধ্যে সেই প্রত্যাশা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করেছে। এটা খুবই দুঃখজনক।
এদিকে, এরইমধ্যে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে ও তাদের অবস্থা দেখতে জাতিসংঘের একটি প্রতিনিধিদল, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও কফি আনান কমিশনের তিন সদস্য বাংলাদেশে এসেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ