Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবিতে পিঠা উৎসব ও বাউল সন্ধ্যা

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে পিঠা উৎসব ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে ‘এক বসন্ত’ শিরোনামে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন ভিসি ড. আমিনুল হক ভূইয়া। উৎসবে মালপোয়া, পাটিসাপটা, সুজির হালুয়া, খাগড়াই, ভাঁপা, চিতই, পাকন, নারকেল পুলি, সন্দেশসহ অন্তত ১০ রকমের পিঠার আয়োজন করা হয়। পিঠা উৎসব শেষে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় বাউল গানের আসর। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নবিউল আলম দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিসি আমিনুল হক ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, শাহপরান হলের সহকারী প্রভোস্ট আশীষ কুমার বণিক, শাবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ, সাবেক সিনিয়র ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাশ প্রমুখ।



 

Show all comments
  • Fashion's-Flow ১৩ মার্চ, ২০১৮, ৭:১২ পিএম says : 0
    শীতের আগমনে জার্মানিতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। আরও জানতে পাবেন এখানে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ