Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মাদক বিক্রেতার কারাদন্ড

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মজিদ (৫২) ও আছাদুজ্জামান শেখ (৪৬) নামের দুই মাদক বিক্রেতাকে ৮ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ দন্ডাদেশ প্রদান করেন। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে মাদক বিক্রেতারা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনির নেতৃত্বে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ চালিয়ে আব্দুল মজিদকে ৫০ গ্রাম ও আছাদুজ্জামান শেখকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে আদালতে বসিয়ে তাদের ৮ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদ ওই গ্রামের মৃত আতর আলী মন্ডলের ছেলে এবং আছাদুজ্জামান শেখ মৃত লোকমান শেখের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ