রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়নগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন আসলাম (১২) নামে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্কুল ছাত্র আসলাম চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের গিয়াসউদ্দিনের ছেলে। আসলামের বাবা গিয়াসউদ্দিন জানান, আসলাম চনপাড়া এলাকার নবকিশালয় স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র। সোমবার দুপুরে ওই স্কুলের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী আসিফ ও সাব্বিরের মাঝে ঝগড়া হয়। তাদের ঝগড়া থামাতে যায় আসলাম। এর জের ধরেই সাব্বির তার লোকজন উজ্জল, হোসেনসহ অজ্ঞাত ৪/৬ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। আসলামের ডাক-চিৎকারে আশপাশের লোবজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। স্থানীয় লোকজন আসলামকে উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।