Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাকুন্দিয়ায় নবজাতক কন্যা শিশু উদ্ধার

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সদ্য প্রসূত এক অজ্ঞাত নবজাতক কন্যা শিশু পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের বাবলু মিয়ার বাসার উত্তরপাশের পতিত জমি থেকে এ নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছে পথচারীরা। জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে চরপাকুন্দিয়া গ্রামের হোসেন মিয়া ও তার সঙ্গীরা শিশুটির কান্না শুনতে পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটি সদ্য প্রসূত নবজাতক কন্যা শিশু বস্ত্রহীন অবস্থায় মাটিতে পড়ে আছে। শিশুটির চারপাশে কিছু শিয়াল ঘোরাঘুরি করছে। তখন হোসেন মিয়াসহ তার সঙ্গীরা শিয়ালকে তাড়িয়ে শিশুটিকে উদ্ধার করে রিকশা যোগে পাকুন্দিয়া হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। পাকুন্দিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারহানা আলম এ ব্যাপারে জানান, শিশুটি সদ্য প্রসূত। দীর্ঘক্ষণ খালি গায়ে মাটিতে পড়ে থাকায় ঠাÐা বাতাসে শিশুটি কাঁপছে। তার সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ