রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে স্থায়ীভাবে সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে ৩ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে সন্ত্রাসীরা। পার্শ¦বর্তী বাড়ির এমাম হোসেন মনিরের পরিবার ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের দাপটে বর্তমানে ওই পরিবার পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে। আবার মিথ্যা মামলা দায়ের করে পুলিশ লেলিয়ে দিয়েও ৩ পরিবারের প্রায় ৫০ জন সদস্যকে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। জানা গেছে, ফেনী পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পশ্চিম রামপুর গ্রামের রুহুল আমিন, মৃত ছেরাজুল হক ও মো. মোস্তফা গংদের চলাচলের রাস্তা স্থায়ীভাবে সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে বন্ধ করে দিয়েছে পার্শ্ববর্তী বাড়ির মৃত রফিক আহমদের পুত্র এমাম হোসেন মনির, মো. রিয়াদ ও ফরহাদ হোসেন। এদের অপকর্মে প্রত্যক্ষ সহযোগিতায় রয়েছে পূর্ব বিজয়সিংহ গ্রামের মৃত এছাক মিয়ার পুত্র শহীদ আলম, দাগনভ‚ঁঞার আহমদপুর গ্রামের আবদুল কাদেরের পুত্র মিন্টু ও বহিরাগত বাবুসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র। জানা গেছে, এমাম হোসেন মনির গং প্রথমে সাড়ে ছয় ফুট রাস্তার আড়াই ফুট দখল করে স্থায়ী পাকা দালান ঘর নির্মাণ শুরু করে। এ সময় মো. মোস্তফা গং ফেনীর অতি. জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৭ ধারায় পিটিশান নং-৫৫২/১৬ দায়ের করেন। মামলা দায়েরের পর অতি. জেলা ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা যাচাই করে তদন্ত প্রতিবেদন জমাদানের জন্য ফেনী সদর উপজেলা ভ‚মি সহকারী কমিশনারকে নির্দেশ প্রদান করেন। ফলে ফেনী পৌর ভ‚মি সহকারী কর্মকর্তা মো. মাইন উদ্দীন ও উপ-সহকারী কর্মকর্তা মো. আযম খান সরেজমিন পরিদর্শন শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে সাড়ে ছয় ফুট রাস্তার মধ্যে আড়াই ফুট জবর দখল করে ঘর নির্মাণ করছে বলে উল্লেখ করা হয়। এদিকে প্রতিপক্ষ মামলাটি আদালত থেকে প্রত্যাহার করে সামাজিক মীমাংসার আশ্বাস দিলে ভুক্তভোগিরা তা মেনে নেয়। এক পর্যায়ে উভয়ের সম্মতিতে মামলা নথিজাত করা হয়। এদিকে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে মামলা প্রত্যাহারের পর সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে মনির গং। এ সময় সাড়ে ছয় ফুট রাস্তার মধ্যে ৩ ফুট দখল করে প্রায় ৮ ফুট উচ্চতার সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে রাস্তা দখল সম্পন্ন করেছে প্রতিপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।