Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলছড়িতে কর্মসংস্থান কর্মসূচি তালিকায় নাম বহালের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়িতে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির তালিকা থেকে নাম কর্তনের কারণে বঞ্চিত শ্রমিকরা তাদের নাম বহাল রাখার দাবিতে গাইবান্ধা-বালাসী সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় উক্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির বিগত সময়ের তালিকাভুক্ত দুই শতাধিক নারী ও পুরুষ শ্রমিক অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক মুন্না, সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, শফিউল ইসলাম সাজু, লিটন মিয়া, সোলায়মান শহীদ, আবদুল খালেক, সমাজসেবক হাবিবুর রহমান হিরু, কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক হাফিজুর রহমান, হারুন মিয়া, ফরিদ হোসেন, লাভলী বেগম, অমিছা বেগম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের তালিকা থেকে নাম কর্তনের কোন নিয়ম নাই। কিন্তু কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ কর্মসংস্থান কর্মসূচির তালিকাভুক্ত শ্রমিকদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে। তাদের দাবীকৃত টাকা না দেয়ায় নিয়মবহিভর্‚তভাবে কর্মসূচির তালিকা থেকে শ্রমিকদের নাম কর্তন করা হয়েছে। বক্তারা অবিলম্বে পুরাতন শ্রমিকদের নাম পুনর্বহাল করে কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু করার দাবী জানান। ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিঠুন কুন্ডু জানান, ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা ও আয়তনের দিক বিবেচনা করে ইউনিয়নগুলোতে শ্রমিক বিভাজন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সে অনুযায়ী কঞ্চিপাড়া ইউনিয়নের ৫৫ জন শ্রমিকের নাম কর্তন হবে। এর অতিরিক্ত নাম কর্তন করা যাবে না। নাম কর্তনের ক্ষেত্রে স্থানান্তরিত, মৃত্যু, একই পরিবারের একাধিক সদস্যের নাম, সরকারি বিভিন্ন ভাতার সুবিধাভোগী, স্বচ্ছল এবং যাদের জমির পরিমাণ ১০ শতাংশের ঊর্ধ্বে এ বিষয়টি বিবেচনা করতে হবে বলে নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি বলেন, শতাধিক শ্রমিকের নাম কর্তন করে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ থেকে একটি তালিকা জমা দেয়া হয়েছিল। উক্ত তালিকাটি সংশোধনের জন্য ফেরত দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ