রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা : দামুড়হুদার দর্শনা পৌর এলাকার সবুর (১৩) নামের অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুলছাত্র ৫ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। নিখোঁজ সবুর দর্শনা হঠাৎপাড়ার সোলাইমান হক বাদশার ছেলে ও দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে পিতা-মাতাসহ হতাশ হয়ে পড়েছে তার পরিবারের লোকজন। এ ব্যাপারে সবুরের পিতা বাদশা দামুড়হুদা থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। নিখোঁজ স্কুলছাত্র সবুরের পিতা সোলাইমান হক বাদশা জানান, সবুর প্রতিদিন সকাল সাড়ে ৮ টার দিকে দক্ষিণচাঁদপুর স্কুলে যায় আর ক্লাস শেষে বেলা দেড়টার দিকে বাড়ি ফিরে আসে। কিন্তু গত ১৫ ফেব্রæয়ারি সকালে স্কুলে গিয়ে ক্লাস শেষে নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও বাড়ি না ফেরায় তাকে দেখতে স্কুলে যাই। স্কুলে গিয়ে জানতে পারি সে স্কুলে যায়নি। পরে তার বন্ধু-বান্ধব ও আমার আত্মীয়স্বজনের বাড়ি অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। এ ব্যাপারে দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত আলি নিখোঁজের দিন থেকে স্কুলছাত্র সবুরের স্কুলে অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও স্কুলছাত্র সবুরের কোন সন্ধান না পেয়ে অবশেষে তার পিতা বাদশা রবিবার দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। এদিকে স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় এলাকার স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।