রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল সোমবার সকালে পূর্ব বিরোধের জের ধরে এক আমেরিকান নাগরিকের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় দু’জন আহত হয়েছে। এ বিষেয় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগপত্র জমা হয়েছে। অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলার চিওড়া ইউনিয়নের সাতঘরিয়া (তেলিগ্রাম)-এর আমেরিকান প্রবাসী সালাউদ্দিন সিহাব পরিবারের সাথে দীর্ঘদিন জায়গা জমি সংক্রান্ত বিরোধ ও মামলা চলে আসছিল পার্শ্ববর্তী আবদুল মন্নান গং-দের সাথে। এ নিয়ে আদালতে মামলা চলে আসছিল। বিরোধের জের ধরে গতকাল সোমবার হঠাৎ করে আবদুল মন্নান, আবদুল হক, জোবায়ের হোসেনসহ অজ্ঞাত আরও ৩-৪ জন অতর্কিতভাবে আমেরিকান প্রবাসীর বসতবাড়ীতে হামলা চালিয়ে তাদের ঘরবাড়ী ভাঙচুর ও বিভিন্ন ফলফলাদি ও মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছিল। এ সময় প্রবাসীর ভাতিজা শহিদ উল্যা ও তার স্ত্রী কহিনুর আক্তার বাধা দিতে এলে আবদুল মন্নান গংরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তাদের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।