বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসলাম (১২) নামে এক স্কুলছাত্রকে আরেক ছাত্র ও তার স্বজনরা কুপিয়ে জখম করেছে।
আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহত আসলাম স্থানীয় গিয়াসউদ্দিনের ছেলে। সে নবকিশালয় স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র।
গিয়াসউদ্দিন জানান, দুপুরে ওই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র আসিফ ও সাব্বিরের মধ্যে ঝগড়া হয়। এসময় তাদের ঝগড়া থামাতে যায় আসলাম। এতে ক্ষিপ্ত হয়ে সাব্বির তার স্বজনদের ডেকে এনে আসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় আসলামের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা আসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে অভিযুক্তদের আটক করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।