Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক জাকারিয়া মাহমুদের ইন্তেকাল

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১:২০ পিএম | আপডেট : ২:২৭ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০১৭

বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাট প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এসএম জাকারিয়া মাহমুদ (৬৫) আর নেই।

গতরাত দেড়টায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বছরখানের আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সেই থেকে তিনি শয্যাশায়ী ছিলেন। তিনদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে সরুই কবরখানায় তাকে দাফন করা হবে। এর আগে বেলা ১২টায় তার লাশ বাগেরহাট প্রেসক্লাবে আনা হবে।

জাকারিয়া মাহমুদ ১৯৮৩ সালে বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় সাংবাদিকতা শুরু করেন।

তার মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ