Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় বাসের ধাক্কায় যুবক নিহত

কক্সবাজার অফিস | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:৫৯ এএম

কক্সবাজার অফিস : চকরিয়া উপজেলার বানিয়ারছড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিরাজুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার বিকেল তিনটায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার বরইতলী ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম খয়রাতি পাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিরাজ বানিয়ারছড়া ষ্টেশনের রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিরিঙ্গা (বানিয়ারছড়া) হাইওয়ে পুলিশের এস আই নুরুল ইসলাম, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ