Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই আরও ৫ উপজেলার কমিটি স্থগিত

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে করা পাঁচ উপজেলার কমিটির ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ স্থগিতাদেশসহ রুল জারি করেন। রুলে ওই পাঁচ উপজেলার কমিটি কেন বাতিল ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। পাঁচ উপজেলা হলোÑ খুলনার কয়রা, সাতক্ষীরার আশাশুনি, ঝিনাইদহের কোর্টচাঁদপুর, চুয়াডাঙ্গার দামুড়হুদা এবং ল²ীপুরের রামগঞ্জ।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
পরে আইনজীবীরা জানান, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে খুলনার কয়রা উপজেলা কমিটির সভাপতি মজিবুর রহমান সংশ্লিষ্ট উপজেলার মুক্তিযোদ্ধা নন। তিনি রূপসা উপজেলার তালিকাভুক্ত একজন মুক্তিযোদ্ধা। কমিটির আরেক সদস্য আতিয়ার রহমান মোড়ল ডুমুরুয়া উপজেলার মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত। এসব অভিযোগে কয়রা উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সানা হাইকোর্টে রিট করেন। দামুড়হুদা উপজেলা কমিটির সভাপতি আবু হোসেন সদর উপজেলার মুক্তিযোদ্ধা। এমনকি ১৯৭১ সালে তার বয়স ছিল ১১ বছর এক মাস। এসব অভিযোগে মুক্তিযোদ্ধা বিল্লাল উদ্দিন বিশ্বাস ওই কমিটি বাতিল চেয়ে রিট করেন।
আশাশুনি উপজেলা কমিটির সভাপতি মো. নুরুল হুদা, সদস্য আবদুল করিম, মো. অবদুুল হান্নান এবং হায়দার আলীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ রয়েছে। এ অভিযোগে আবদুল হান্নানের মুক্তিযোদ্ধা ভাতাও বন্ধ রয়েছে। তাই ওই কমিটি বাতিল চেয়ে রিট করেন মুক্তিযোদ্ধা আবদুল গণি সরদার। কোর্টচাঁদপুর উপজেলা কমিটির সদস্য শামসুল আলম এবং গোলাম ফারুক হরিণাকÐু উপজেলার তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা। এ অভিযোগ করে হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চুন্নু। এ ছাড়া রামগঞ্জ উপজেলায় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আবুল হোসেনের নাম দুইবার এসেছে। তাই ওই কমিটি বাতিল চেয়ে রিট দায়ের করেন মুক্তিযোদ্ধা এস আই এম নুরুন্নবী খান বীর বিক্রম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ