Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতি মামলার অভিযোগ গঠন মান্নান দম্পতির বিষয়ে আদেশ ২ এপ্রিল

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : দুর্নীতির মামলায় স্ত্রীসহ সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার ৩-নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন।
এর আগে এ মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশের জন্য ধার্য ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় আদালত আদেশেল জন্য নতুন এ দিন ধার্য করেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। অপরদিকে তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক। পরে ঘটনার তদন্ত করে ২০১৫ সালের ১১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ