Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

অর্থ-আত্মসাতের মামলা জীবনবীমার ৪ কর্মকর্তা গ্রেফতার

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অর্থ-আত্মসাতের অভিযোগে জীবনবীমা করপোরেশনের সিলেট রিজিওন্যাল অফিসের চার কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের জন-সংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ইনকিলাবকে এ তথ্য জানিয়েছেন। চারজন হলেন ম্যানেজার (চাকরিচ্যুত) মো. গিয়াস উদ্দিন, নিম্মমান সহকারী (চাকরিচ্যুত) মো. দেলোয়ার হোসেন, উচ্চমান সহকারী (চাকরিচ্যুত) মো. ওয়াহিদুর রহমান মজুমদার এবং জুনিয়র অফিসার (চলতি দায়িত্ব চাকরিচ্যুত) মো. ফিরোজ আলম। দুদক সূত্রে জানা যায়, আসামিরা জীবনবীমা করপোরেশনের সিলেট রিজিওন্যাল অফিসে কমর্রত থাকা অবস্থায় একক ও পরস্পর মিলে ১ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৬০৫ টাকা আত্মসাত করেছেন। এই অভিযোগের ভিত্তিতে ওই অফিসের ম্যানেজার ইন-চার্জ মো. আসাদুজ্জামান সিলেট কোতয়ালী মডেল থানায় গত বছরের ১২ জুলাই একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০। যার পরিপ্রেক্ষিতে তাদের ধরা হলো। মামলাটি তদন্ত করছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মÐল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ