বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে যশোর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ এবং ক্রীড়া প্রতিযোগিতার পুলিশ লাইন মাঠে গতকাল অনুষ্ঠিত হয়। যশোরের পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান পিপিএম বিপিএম (বার)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান।
যশোর জেলায় কর্মরত পুলিশ সদস্যদের বার্ষিক সমাবেশ শেষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন ইভেন্ট পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের সদস্যরা অংশ নেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান এবং দৈনিক সমাজের কথার সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-১ আসনের সংসদ সদস্য ও দৈনিক স্পন্দনের সম্পাদক শেখ আফিল উদ্দিন, মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান তোতা, সাবেক সভাপতি ও কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টুু, সত্যপাঠের সম্পাদক হারুন অর রশীদ, সমাজের কথার সম্পাদক সোহরাব হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নেতা ইয়াকুব কবীর, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আলী আকবর ও খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ।
পুলিশ লাইন মাঠের চারিদিকে রঙ-বেরঙের ফুলে ফুলে সাজানো ও আলোকসজ্জার অনুষ্ঠানের আগে পুলিশ প্যারেডের নেতৃত্ব দেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মোঃ আবু সরোয়ার। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি). সহকারী পুলিশ সার্কেল (ক ও খ) এবং সব থানার অফিসার ইনচার্জ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পুলিশ লাইন মাঠে। পুলিশের সামগ্রিক অনুষ্ঠানকে ঘিরে দিন-রাত ছিল জমজমাট।
জঙ্গিবাদ মাদক চিরতরে নির্মূল
করতে পুলিশ কাজ করছে
যশোর বাস মালিক সমিতির নিজস্ব মাঠে গতকাল জেলা পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং কমিটি এবং পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির উজ-জামান বলেছেন, জঙ্গিবাদের মতো বড় সমস্যা বর্তমান সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। সাধারণ মানুষকে সাথে নিয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী দিন-রাত জঙ্গিবাদ ও মাদকের ভয়াবহতা চিরতরে নির্মূল করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি যশোরে পুলিশের মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ব্যাপক তৎপরতার প্রশংসা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।