রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : গ্যাস সংকটের পর রিঅ্যাক্টর ত্রুটির কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন শুরু নিয়ে নতুন করে আবারো সংশয় দেখা দিয়েছে। গত শুক্রবার বিকেলে কারখানার উৎপাদন শুরুর লক্ষ্যে ইতালিয়ান এক্সপার্টরা রিঅ্যাক্টর টেষ্ট করতে গিয়ে লিফটের সমস্যা দেখা দেয়। এ অবস্থায় কারখানার উৎপাদন শুরু নিয়ে হতাশাব্যঞ্জন হয়ে পড়ে সিইউএফএল কর্তৃপক্ষ। কারখানার প্রকৌশল সূত্র জানায়, গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রæটির কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় কারখানার উৎপাদন বন্ধ ছিল। এ সময় অচল হয়ে পড়া রিঅ্যাক্টর ১৮ কোটি টাকা ও কুলিং টাওয়ার ২১ কোটি টাকা ব্যয়ে মেরামত করা হয়। বিসিআইসির মাধ্যমে ইতালিয়ান এএক্সও কোম্পানি এ কাজের দায়িত্ব পায়। কাজের সময় এক বছর বেঁধে দেয়া হলেও মেরামতকাজ সম্পন্ন করতে তাদের সময় লাগে দেড় বছর। এরইমধ্যে উৎপাদনে যেতে গত ১৭ জানুয়ারি কারখানায় গ্যাস সংযোগ দেয়া হয়। কিন্তু গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদনে যেতে বার বার হোঁচট খেয়েছে সিইউএফএল কর্তৃপক্ষ। এ নিয়ে কারখানার শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিলে গত বুধবার নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে সংবাদ সম্মেলন করে সিবিএ নেতারা। এর ফলে শুক্রবার স্বাভাবিক উৎপাদনের চাহিদা মাফিক গ্যাস সরবরাহ পেয়ে বিকেলে উৎপাদন শুরু করার সময় আবারো রিঅ্যাক্টর ত্রæটি দেখা দেয়। এসময় ইতালিয়ান এক্সপার্টরা কারখানা বন্ধ রাখার পরামর্শ দিলে হতাশাব্যঞ্জন হয়ে পড়েন কারখানার প্রকৌশলীরা। তবে রিঅ্যাক্টর এক্সর্পাটরা জানালেন লিফটের সমস্যা দেখা দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এটি মেরামত করতে ১০/১২ দিন সময় লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।