Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দিতে ঘুষ নেয়ার অভিযোগ

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের মো. কাজী সিরাজুল ইসলাম নামের জনৈক ব্যক্তি তাঁকে মুক্তিযোদ্ধার সনদ পাইয়ে দিতে ঘুষ নেয়ার অভিযোগ তুলেছেন। সনদ না পেয়ে ঘুষের ওই টাকা ফেরত পেতে তিনি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সিরাজুল ইসলামকে মুক্তিযোদ্ধা হিসেবে সনদ পাইয়ে দিতে তাঁর কাছ থেকে কিছু কাগজপত্র ও নগদ ১০ হাজার টাকা উৎকোচ নেন উপজেলার রুপাপাত ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার দেউলি গ্রামের মো. আতিয়ার রহমান মিয়া। সিরাজুল ইসলাম পাশের শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের মৃত কাজী আব্দুর ছবরের ছেলে। আতিয়ার কাগজপত্র ও টাকা গ্রহণের পর সনদ দিতে দীর্ঘদিন ধরে টালবাহানা করতে থাকেন। এরপর সিরাজুল ইসলাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য অনলাইনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) আবেদন করেন। গত ২১ জানুয়ারি থেকে বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির তত্ত¡াবধায়নে আবেদনকারীদের নাম তালিকায় অন্তর্ভুক্তির জন্য সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। অনলাইনে আবেদনকারীদের তিনজন পরিচিত সহযোদ্ধা (বীরমুক্তিযোদ্ধা) সাক্ষীসহ সাক্ষাৎকার বোর্ডে হাজির হওয়ার কথা। সিরাজুল ইসলাম আতিয়ার রহমানকে তাঁর (সিরাজুল) পক্ষে সাক্ষী দিতে বললে তিনি (আতিয়ার) পুনরায় ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। মো. কাজী সিরাজুল ইসলাম আতিয়ার রহমানের উৎকোচ গ্রহণ ও বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে জানতে চাইলে মুক্তিযোদ্ধা সংসদ রুপাপাত ইউনিয়ন কমান্ড ইউনিটের আহŸায়ক মো. আতিয়ার রহমান মিয়া দাবি করেন, কাজী সিরাজুল ইসলাম শেখর ইউনিয়নের বাসিন্দা আর আমি রুপাপাত ইউনিয়নের কমান্ডার। তাই এধরনের টাকা নেয়ার অভিযোগ ভিত্তিহীন ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি। ইউএনও রওশন আরা পলি বলেন, মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দিতে টাকা গ্রহণের একটি লিখিত অভিযোগ আমি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ