Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া মেডিকেলে ইন্টার্র্নি বর্বরতা হতভম্ব ডাক্তার নার্স রোগীরা!

বগুড়া অফিস | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ৪:২৪ পিএম | আপডেট : ৪:৩৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

বগুড়া অফিস : বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের একজন মহিলা ইন্টার্র্নিকে ‘‘ সিস্টার’’ বলে সম্বোধন করার কথিত অপরাধে এই হাসপাতালের চতুর্থ তলায় মেডিকেল ওয়ার্ডে চিকিৎসাধীন আলাউদ্দিন সরকার ( ৬৫) নামের একজন বৃদ্ধ রোগীর (এ্যাটেনডেন্ট ) যুবক পুত্রকে দলবেঁধে ইন্টার্র্নি ডাক্তাররা দফায় দফায় অমানবিক ভাবে মারপিট করে গুরুতর আহত করেছে । ইন্টার্র্নিরা আব্দুর রউফ নামের ওই যুবককে শুধু অমানবিক ও বর্বর কায়দায় মারপিট করেই ক্ষান্ত হয়নি তাকে করজোড়ে ক্ষমা চাওয়ানো ছাড়াও কান ধরে ১শ’বার ওঠা বসা করতেও বাধ্য করা হয়েছে ।

পরে এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা নাটকীয় ভাবে ধর্মঘট আহ্বান করে হাসপাতালে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে । ফলে চিকিৎসা কার্যক্রম অচল হয়ে পড়ায় রোগীরা দলে দলে হাসপাতাল ত্যাগ করছে বলে লক্ষ্য করা গেছে । রোববার দুপুরে এই ঘটনার পর হাসপাতালের রোগী, এ্যাটেনডেন্ট ও কর্মচারী, নার্স এবং সিনিয়র ডাক্তাররা ইন্টার্র্নিদের এই কর্মকাণ্ড দেখে হতভম্ব হয়ে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ