Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে আটক ৮

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাজধানীর উত্তর কাফরুলের ইব্রাহিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলো, কেয়া মনি ওরফে প্রিয়া, মো: আল আমিন, তুহিন ভূঁইয়া, শফিকুল ইসলাম, শেখ মো: মুখলেসুর রহমান, ইসরাফিল, রুবেল হোসেন ও মো: আনিসুর রহমান। সাংবাদিক পরিচয় দিয়ে এ চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের ফাঁদে ফেলে চাঁদা আদায় করে আসছিল।
পুলিশ জানায়, নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রটি উত্তর কাফরুলের ইব্রাহিমপুরে মহর আলী নামে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা ওই ব্যবসায়ীকে গিয়ে নিজেদের দৈনিক গণতন্ত্র, দৈনিক মাতৃজগত, ক্রাইম নিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক দুর্নীতির সন্ধান ও জাতীয় গোয়েন্দা সংবাদের সাংবাদিক হিসেবে দাবি করেন। ব্যবসায়ীর বিরুদ্ধে নকল ওষুধ বিক্রির অভিযোগ এনে ভয়ভীতি দেখায়। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীসহ লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর স্থানীয়ভাবে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৮ চাঁদাবাজকে আটক করা হয়। গতরাতে কাফরুল থানার ডিউটি অফিসার জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। মামলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ