Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে জাতীয় ওলামা পরিষদের মুবারকবাদ

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় ওলামা পরিষদের সভাপতি আলহাজ মাও. দ্বীন মোহাম্মদ কাসেমী এক বিবৃতিতে পাকিস্তানের লেখক জুনায়েত আহমদের ‘ক্রিয়েশন অব বাংলাদেশ মিথস এক্সপ্লোজার’ বইটি গত ১৫ই ফেব্রæয়ারি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে উপস্থাপন, আলোচনা ও প্রতিবাদ জানানোর জন্য মোবারকবাদ জানিয়েছেন।
বিবৃতিতে মাও. দ্বীন মোহাম্মদ কাসেমী বলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাবে পাকিস্তানি লেখক জুনায়েত আহম্মদের ‘ক্রিয়েশন অব বাংলাদেশ; মিথস এক্সপ্লোজার’ বইটির প্রতিবাদ করেছেন আমি আশা করবো ভারত থেকে প্রকাশিত, ভারতীয় লেখক ডা. কালিদাস বৈদ্যের ‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ বইটিকেও তিনি জাতীয় সংসদে উপস্থাপন করবেন, আলোচনা করবেন, প্রতিবাদ করবেন।
শালীনতার সকল সীমালঙ্ঘন করে ডা. কালিদাস বৈদ্যের বই “বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব” এ শেখ মুজিবুর রহমানকে অস্ত্রাব্য ভাষায় তিরস্কার করে ১৪২-১৪৩ পৃষ্ঠায় লিখেছেন।
একই অধিবেশনে জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বক্তব্যকে স্বাগত জানিয়ে মাও. দ্বীন মোহাম্মদ কাসেমী বলেন, মাননীয় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মদ ও একজন সংসদ সদস্য এ বিষয়ে আলোচনার জন্য আপনার নিকট যে প্রস্তাব দিয়েছেন, যা মার্চ মাসের যে কোন দিন আলোচনা হবে বলে আপনি সংসদে বলেছেন, সে দিন ভারত থেকে প্রকাশিত ভারতীয় লেখক ডা. কালিদাস বৈদ্যের বই ‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ নিয়েও আলোচনা হবে বলে আমি আশা করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ