পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক ঃ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে চমক দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভ্ক্তু প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। সপ্তাহজুড়ে মোট লেনদেনের ২ দশমিক ৭৪ শতাংশ ছিল এ প্রতিষ্ঠানের। এ সময় শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ৮২ শতাংশ। গত সপ্তাহে এ কোম্পানির মোট ১৪৬ কোটি ৫৪ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এ সময়ে লেনদেনকৃত শেয়ারের সংখ্যা ছিল ৬ কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৩৭৭। আর সপ্তাহজুড়ে সামগ্রিক হিসেবে লেনেদেন তালিকার শীর্ষ তৃতীয় স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে বৃহস্পতিবার এ শেয়ারের সর্বশেষ দর ১ দশমিক ৬৯ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে দাঁড়ায় ২৪ টাকা ১০ পয়সায়। দিনভর দর ২৩ টাকা ৪০ পয়সা থেকে ২৪ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ২৩ টাকা ৯০ পয়সা, যা এর আগের কার্যদিবসে ছিল ২৩ টাকা ৭০ পয়সা। এদিন ২ হাজার ৫৭৩ বারে এ কোম্পানির মোট ৯২ লাখ ৭৩ হাজার ২০৪টি শেয়ার লেনদেন হয়।
বিগত ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এ্যাপোলো ইস্পাত। গেল হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৫৮ পয়সা। ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ ও ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেয় এ্যাপোলো ইস্পাত।
এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ১ টাকা ৩৬ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানি, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা। ৩০ ডিসেম্বর পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৮ টাকা ২৪ পয়সা, পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত ছাড়া যা ২৫ টাকা ২ পয়সা।
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৫৪ কোটি ২০ লাখ টাকা। রিজার্ভ ২৭৮ কোটি ৬২ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ২০ দশমিক ৪৯ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ৩৩ দশমিক শূন্য ২, বিদেশী ২ দশমিক ২৭ ও বাকি ৪৪ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
এদিকে, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯.৮৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানির ৪ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৯২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬১ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ার লিমিটেডের শেয়ার দর ১২.০২ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানির ৩ কোটি ৭৩ লাখ ১৭ হাজার ৩৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৬ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইডিএলসি ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এসিআই ফরমুলেশন, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস এবং বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো। -ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।