Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের যেকোনো বাণিজ্য আক্রমণ প্রতিহত করে দিতে সক্ষম চীন

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক দেশ চীন। তবে দেশটি যা উৎপাদন করে, তার অধিকাংশই চীনের ভেতরে থেকে যায়। একই সঙ্গে দেশটি যা ব্যবহার করে, তার অধিকাংশই দেশের অভ্যন্তরে তৈরি করা। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের এ দুটি ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোনো বাণিজ্য আক্রমণ প্রতিহত করে দিতে সক্ষম বলে মন্তব্য করেছেন লন্ডনভিত্তিক অ্যানোডো ইকোনমিকসের প্রধান অর্থনীতিবিদ ডায়ানাচোয়িলেভা। এদিকে বিদেশ বা দেশের বাজারের জন্যই হোক, চূড়ান্ত পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী আরো বেশি পরিমাণে দেশে তৈরি করার আশা করছে বেইজিং। চোয়িলেভা দেখিয়েছেন, নতুন মেড ইন চায়না ২০২৫ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য মূল সামগ্রী ও উপাদানের স্থানীয় উৎপাদন বাড়িয়ে ২০২০ সাল নাগাদ ৪০ শতাংশ ও ২০২৫ সাল নাগাদ ৭০ শতাংশে নিয়ে যাওয়া। তিনি বলেন, বেইজিং মেড ইন চায়না থেকে মেড বাই চায়না’য় রূপান্তর হতে চায়। এর অন্যতম উদ্দেশ্য বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের ভাঙন থেকে নিজের ঝুঁকি কমিয়ে আনা। তিনি বলেন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সঙ্গে চীন গভীরভাবে সংযুক্ত। তা সত্তে¡ও বিপুল পরিমাণ মূল্য সংযোজিত পণ্য বিদেশের চেয়ে বরং চীনের নিজস্ব ঘরোয়া বাজারের জনই নির্ধারিত বলে সম্প্রতি এক প্রবন্ধে উল্লেখ করেন তিনি। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সর্বশেষ পাওয়া উপাত্ত অনুসারে, ২০১১ সালে চীনের স্থানীয় ম্যানুফ্যাকচারিং খাতের মোট মূল্য সংযোজিত পণ্যের এক-চতুর্থাংশেরও কম বিদেশের বাজারের জন্য নির্ধারিত ছিল এবং এ পরিমাণও ২০০৮ সালের চেয়ে ৫ শতাংশীয় পয়েন্ট কম। তবে দেশটির কিছু খাত এখনো বিদেশী চাহিদার ওপর খুব বেশি নির্ভরশীল। এর মধ্যে রয়েছে, ইলেকট্রনিকস, বস্ত্র ও পোশাক খাত। তবে অধিকাংশ খাতই বিদেশী চাহিদানির্ভর নয়। চীনের উৎপাদিত পণ্যে বিদেশী উপকরণ দেশটির চ‚ড়ান্ত ব্যবহারের মাত্র ১০ শতাংশ জায়গা দখল করে আছে। ফলে যুক্তরাষ্ট্র সংরক্ষণবাদের মধ্য দিয়ে চীনা আমদানি কমানোর চিন্তা করলেও এর ফলে যে চীনে মার্কিন রফতানি বাড়বে এমন নয়, যদি না যুক্তরাষ্ট্র সেবার দিকে মনোযোগী হয়। বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ