Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন এটিএম বুথ স্থাপন

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ তাদের সেবার পরিধি আরও বাড়ানোর অংশ হিসেবে কক্সবাজারে এই প্রথম একটি এটিএম বুথ স্থাপন করেছে। সম্প্রতি এটি ওশেন প্যারাডাইস হোটেল ও রিসোর্টের অভ্যন্তরে স্থাপন করা হয়েছে। এই নতুন এটিএম বুথ স্থাপন করার ফলে ব্যাংকের গ্রাহকরা কক্সবাজার ভ্রমণের সময় সহজেই টাকা উত্তোলন করতে পারবেন। এই এটিএম বুথ স্থাপন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্র্যান্ড প্রতিশ্রুতি ‘হেয়ার ফর গুড’ বাস্তবায়নের স্বাক্ষ্য বহন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের সিইও আবরার এ. আনোয়ার, হেড অব রিটেল ব্যাংকিং আদিত্য মা-লই সহ ওশেন প্যারাডাইস হোটেল ও রিসোর্ট এর ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ। নতুন এই এটিএম বুথ স্থাপন বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ. আনোয়ার বলেন, “ওশেন প্যারাডাইস হোটেল ও রিসোর্ট প্রাঙ্গণে এটিএম বুথ স্থাপনের সুযোগ দেয়ার জন্য আমি কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সবসময় প্রচেষ্টা থাকে যেন গ্রাহকরা সহজেই ব্যাংকিং সেবা পাওয়ার মাধ্যমে সর্বোচ্চ সন্তুষ্টি লাভ করতে পারে।” স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন এটিএম বুথ স্থাপন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ