Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা নামে বিভাগের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বরুড়ায় গতকাল শনিবার কুমিল্লা নামেই বিভাগ চাই দাবি জানিয়ে এক বিশাল মানববন্ধন করেছে বরুড়াবাসী। গত মঙ্গলবার একনেকের সভায় কুমিল্লা বিভাগের নাম ময়নামতি বিভাগ হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে প্রেস ব্রিফিংয়ে জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ খবর ছড়িয়ে পড়লে কুমিল্লা বিভিন্ন স্তরের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই সূত্র ধরে বরুড়াবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বরুড়া প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন করে। এ সময় উপস্থিত ছিলেন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হাসেম, দৈনিক বরুড়া কণ্ঠ সম্পাদক মো. ইউছুফ আলী, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডকটরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াছ আহমদ, বরুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এমডি আজিজুর রহমান, আ.লীগ নেতা সাবেক ভি.পি মো. আবদুল মান্নান, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান ভ‚ঁইয়া, আ.লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. ইমরান হোসাইন, ব্যবসায়ী মো. সুমন চৌধুরী, মো. কামাল হোসেন, ভি.পি জামাল উদ্দিন, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতা আওলাদ হোসেন দুলাল প্রমুখ। এছাড়া বরুড়ার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বক্তরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করেন কুমিল্লার ঐতিহ্য ও সুনাম রক্ষার্থে ও বাংলাদেশের প্রথিকৃৎ কুমিল্লার নামে বিভাগ করতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ