রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিক্ষকের বিরুদ্ধে গোপনে বাল্যবিয়ের অভিযোগ
পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড় সদর উপজেলার কাজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহজাহান আলীর বিরুদ্ধে এসএসসি পরিক্ষার্থীকে গোপনে বাল্যবিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন এবং ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, কাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীকে গোপনে ফুসলিয়ে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বিয়ে করে একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহজাহান আলী। গত ১৫ জানুয়ারি এসএসসি ফরমপূরণের নাম করে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় প্রতারক (তিন সন্তানের জনক) শিক্ষক। ১৭১/২০১৭ নম্বর বিবাহের ঘোষণাপত্রে মেয়েটির বয়স প্রকৃত পক্ষে ১৬ বছর হলেও দেখানো হয়েছে ১৯ বছর। বর্তমান সরকার বাল্য বিবাহ থেকে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে যে সময় অনাগ্রহ সৃষ্টির পরিবেশ তৈরীতে বিভিন্ন সভা সমাবেশ করে যাচ্ছেন, ঠিক সে সময় একজন শিক্ষকের এমন অনৈতিক আচরণে অভিভাবকরা অসহায় হয়ে পড়েছেন। ফুসলিয়ে বাল্য বিবাহ করায় শিক্ষক শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোমকিন আলম মুকুল ও সহকারি শিক্ষক মামুন মেয়ের অভিভাবককে হুমকি-ধমকি দেওয়ায় তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যাবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে কাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোমকিন আলম মুকুলের সাথে যোগাযোগ করা হলে হুমকি প্রদানের বিষয়টিকে ডাহা মিথ্যা বলে অভিহিত করে বলেন, ঘটনাটি আমি শুনেছি, অভিযোগকারীরা ডিসি স্যারের কাছে অভিযোগ করেছে। তবে আমার কাছে লিখিত অভিযোগ না করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমার করার কিছু নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।