রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মংলা সংবাদদাতা : ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমিন বলেছেন, শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে সুপ্রীম কোর্টের সামনে গ্রীস দেবীর মূর্তী স্থাপন করা একটি কলঙ্কজনক কাজ। তিনি দাবি করেন, অচিরেই এই মূর্তী অপসারণ করতে হবে। তা নাহলে আন্দোলন করা হবে। ইসলামী ছাত্র আন্দোলন মংলা উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ আল-আমীন বলেন, গুটি কয়েক নাস্তিক চায় ধর্ম নিরপেক্ষতার নামে এ দেশ থেকে ইসলামকে ধ্বংস করতে। ইশা ছাত্র আন্দোলনের কর্মীরা এ অসৎ উদ্যোশ বাস্তবায়ন হতে দেবেনা। সরকারের কাছে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানান। ইসলামী ছাত্র আন্দোলন মংলা উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন করার উদ্দেশ্যে গত শুক্রবার সকালে এক ছাত্র সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ২০১৬-১৭ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০১৭-১৮ সেশনের জন্য মংলা উপজেলা শাখার সভাপতি হিসেবে মুঃরিয়াজুল ইসলাম, সহ-সভাপতি মুঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মুঃমোঃ আঃআজিজ নোমান এবং পৌর সভাপতি হিসেবে এসএম আল আমিন, সহ-সভাপতি মুঃ রবিউল ইসলাম ও সাধারন সম্পাদক হিসেবে মুঃ ওহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।