Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুলিয়ারচরে ইসলামী সম্মেলন

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের কুলিয়ারচরে আজ রোববার থেকে ২ দিনব্যাপী ইসলামী সম্মেলন শুরু হতে যাচ্ছে। কুলিয়ারচরের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ন্ুরুল উলুমের ৩৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ও দস্তারবন্দী উপলক্ষে কুলিয়ারচর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৬০ লক্ষ টাকা ব্যয়ে দুই দিনব্যাপী এই সম্মেলন হতে যাচ্ছে। উক্ত জামিয়ার সভাপতি আলহাজ¦ মোঃ মুসা মিয়া সি,আই,পি, এলাকার শিল্পপতি ও ব্যবসায়ীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীদের আর্থিক সহায়তায় ভারতের দেওবন্দ মাদ্রাসার স্বনামধন্য আলেমদের নিয়ে আন্তর্জাতিক মানের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভারতের স্বনামধন্য মাশায়েখ আওলাদে রাসুল সাইয়্যিদ মাহমুদ মাদানী উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জামিয়ার প্রিন্সিপাল মুফতি আঃ কাউয়ুম খান জানান, দেশ-বিদেশের বিশিষ্ট আলেমগণ উক্ত সম্মেলনে হেলিকপ্টারযোগে আসবেন। জামিয়ার ভাইস প্রিন্সিপাল হাফেজ মুফতি ইলিয়াস মাহমুদ জানান, মাওলানা তোফাজ্জেল হক হবিগঞ্জী, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, বিশিষ্ট মোনাজের নূরুল ইসলাম অলিপুরী, উবাদুর রহমান খান নদভী ও ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের জাগ্রত কবি শিল্পী মুহিব খানসহ অনেক শিল্পি উপস্থিত থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ