Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে আটক

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করে প্রতারণার অভিযোগে খোসবুল আলম ওরফে জুলহাস (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে এক বিশেষ অভিযানে পুলিশ তাকে আটক করে। আটককৃত জুলহাস সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের অধিকারী পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তবে সরবরাহকৃত প্রশ্নপত্র ভুয়া বলে পুলিশের দাবি। গতকাল শনিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আটককৃত ওই যুবক চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন জনের কাছে বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে পাওয়া একটি মোবআই মোবাইল ফোন জব্দ করা হয়। তবে রাতভর জিজ্ঞাসাবাদে সরবরাহকৃত প্রশ্নপত্র ভুয়া বলে বুঝতে পারে পুলিশ। পরে তার বিরুদ্ধে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে প্রতারণার অভিযোগে মামলা করা হয়। গ্রেফতারকৃত যুবকের দাবি, সে ঢাকার বাংলা কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানায়। পঞ্চগড় সদর থানার ওসি রবিউল হাসান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। তার কাছে পাওয়া একটি মোবাইল ফোন এবং তার দেয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ভুয়া প্রশ্নপত্রের মাধ্যমে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ