Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের দাবি

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : দেশের সকল পৌরসভার প্রায় ২২ হাজার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে জয়পুরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটি। গতকাল শনিবার দুপুরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় রাজশাহী বিভাগের ৬১টি পৌরসভা ছাড়াও রংপুর বিভাগের ২৯টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে ওই সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জুলফিকার হায়দার বাবু ও রংপুর বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী সভাপতি শফিকুল ইসলাম পাটোয়ারী প্রমুখ। সভায় দেশের বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ২মাস থেকে ৫২ মাস পর্যন্ত বকেয়া বেতন ভাতা দ্রæত পরিশোধ করার দাবি জানানো হয়, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ