Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরাস্তিতে পৌর মেয়রের সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শাহরাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : শাহরাস্তি পৌরবাসীকে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে ১১ কোটি টাকার মেগা প্রকল্পের টেন্ডার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গত বুধবার বেলা ২টায় পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র হাজী আবদুল লতিফ এক সংবাদ সম্মেলনে পৌরসভার গত এক বৎসরের উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। শাহরাস্তি পৌরসভা সূত্রে জানায়, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ দায়িত্ব ভার গ্রহণের পর থেকে পৌরসভার মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে তা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেন। এরই ধারাবাহিকতায় তিনি পৌর শহরের জলাবদ্ধতার কথা চিন্তা করে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রদক্ষেপ গ্রহণ করেন। ওই হিসেবে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে জলবায়ু ট্রাস্ট তহবিলের আওতায় কাজের অংশ হিসেবে দোয়াভাঙ্গা থেকে উপজেলা সদর পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোর কাজে হাত দেন। এই নির্মাণ কাজ ৫ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ হওয়ার পথে রয়েছে। এদিকে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টরের প্রকল্প টএওওচ-ওওও ৩ ডরহফড়-িই এর আওতায় দরপত্র বিজ্ঞপ্তি নং ০১/২০১৬-২০১৭-এর মাধ্যমে ২৮ কিঃমিঃ রাস্তার টেন্ডার প্রক্রিয়ার কার্যক্রমের অংশ হিসেবে গত বুধবার দরপত্র গ্রহণ সম্পন্ন হয়েছে। ওই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পৌরসভার আওতাধীন ৩২টি সড়ক প্রায় ১১ কোটি টাকা ব্যয় সাপেক্ষে সড়ক পুনঃ নির্মাণ কাজ করা হবে। পৌর মেয়র হাজী আবদুল লতিফ উপস্থিত সাংবাদিকদের জানান, আমি দায়িত্ব ভার গ্রহণের পর থেকে শাহরাস্তি পৌরসবার সমস্যাগুলো চিহ্নিত করেছি। পৌর শহরের প্রধান সমস্যা জলাবদ্ধাতা নিরসনে প্রায় ৫ কোটি টাকা ব্যয় সম্বলিত ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ হওয়ার পথে রয়েছে। আমাদের ভিশন অনুযায়ী পৌরসভার অন্যান্য সমস্যাগুলো চিহ্নিতকরণের মাধ্যমে পরবর্তী প্রকল্পগুলোর কাজ অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ