Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসের পর মাস অনুপস্থিত থেকেও বেতন তোলার অভিযোগ

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে রেলওয়ের এক মহিলা ওয়েম্যান মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও মাসিক বেতন তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মহিলা ওয়েম্যান শাহনাজ পারভীনের বাড়ি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর রেল স্টেশন সংলগ্ন চরবহর গ্রামে। জানা গেছে, গাজীপুর জেলার টঙ্গীর অধীনে ৫নং গ্যাং শ্রীপুর রেলওয়ে এরিয়ায় প্রতিদিন ১০ জন ওয়েম্যান রেলের নির্মাণ কাজ করে আসছেন। কিন্তু ১০জন ওয়েম্যানের সাথে একজন মহিলা কাজ করার কথা থাকলেও সরেজমিনে দেখা যায় প্রতিদিন ৫ থেকে ৬ জন কাজ করছেন। কিন্তু মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত প্রতি মাসে বেতনের টাকা উত্তোলন করছেন। ওয়েম্যান কর্মচারীদের কর্তৃপক্ষের সহযোগীতায় অনুপস্থিত থেকেই মাসে মাসে সরকারী বেতন উত্তোলন করছেন। বেতনের অর্ধেক টাকা পি.ডাবিøউ.আই এর পকেটে যায় বলে অপরাপর ওয়েম্যানরা জানান। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত ১৭ ও ১৮ ফেব্রæয়ারি রেললাইনে ১০ জন ওয়েম্যানের জায়গায় ৬ জন ওয়েম্যান কর্মরত রয়েছেন। কর্মরত মেইট (মিস্ত্রি) হাতেম আলী জানান, আমি শ্রীপুরে গত আড়াই মাস আগে চাকুরীতে যোগদান করলেও কোন মহিলার দেখা পাইনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ওয়েম্যান কর্মচারী জানান, আগের মেইট (মিস্ত্রি) আবুল হোসেন মহিলা ওয়েম্যান শাহনাজ পারভীনকে নিয়মিত কাজে না থাকায় অনুপস্থিত দেখানোর কারণে ওই মেইট মিস্ত্রিকে ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা পি.ডাবিøউ.আই মো: আনোয়ার হোসেন তাকে বদলী করেন। তিনি আরও অভিযোগ করেন, পি.ডাবিøউ.আই কর্তৃপক্ষের ইচ্ছামত রেলের ওয়েম্যানদের পরিচালনা করা হয়। এ ব্যাপারে পি.ডাবিøউ.আই আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, মহিলা ওয়েম্যান অসুস্থ থাকায় তার বদলে অন্য লোক কাজ করছেন। বেতনের অর্ধেক টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন ও সাংবাদিককে তার অফিসে গিয়ে সাক্ষাৎ করার জন্য বলেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত মহিলা ওয়েম্যান শাহনাজের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ