বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিসের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও বাংলা ভাষার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাতৃভাষা পদক প্রদান করা হবে। এ বছর বাংলা সাহিত্যে শফীউদ্দীন সরদার, ভাষা আন্দোলন গবেষণায় এম আর মাহবুব ও ভাষা আন্দোলনে ভাষা শহীদ আবদুস সালাম (মরণোত্তর) কে মাতৃভাষা পদক প্রদানের জন্য মনোনিত করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো তমদ্দুন মজলিসের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দীন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনকিলাবকে এ তথ্য জানানো হয় আগামী মঙ্গলবার ১ ফেব্রæয়ারি বিকেল ৩টায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তন, ঢাকায়, তমদ্দুন মজলিসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, মাতৃভাষা পদক প্রদান, দেশাত্মবোধক গান, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে শফীউদ্দীন সরদার, এম আর মাহবুব ও ভাষা শহীদ আবদুস সালাম (মরণোত্তর) কে মাতৃভাষা পদক প্রদান করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।