রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা : উপজেলার টুকুরিয়া ইউনিয়নের পার বোয়ালমারী খেয়াঘাট নামক স্থানে আবারও জুয়ার আসর শুরু হয়েছে। দুধিয়াবাড়ী গ্রামের আব্দুর রহিম, ভেন্ডাবাড়ির আব্দুল মান্নান ও পারবোয়ালমারী মেরী পাড়া গ্রামের ইস্রাফিল নামের ৩ সেরা জুয়াড়ির নেতৃত্বে জমজমাট জুয়ার আসর বসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, করতোয়ার ওই দুর্গম চরে প্রতিদিন দুপুরের পর শুরু হয়ে সন্ধ্যার পর পর্যন্ত জুয়ার আসর চালানো হয়। এলাকাবাসী জানান, রোজ দুপুরের পর হতে ওই স্থানে অর্ধশতাধিক মোটরসাইকেলে জুয়াড়িরা আসতে থাকে এবং সন্ধ্যার পর তারা চলে যায়। জুয়ার আসরকে উদ্দেশ্য করে ওই এলাকায় রোজ মদ, গাঁজা, ইয়াবাসহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের বাজার বসানো হচ্ছে। উঠতি বয়সের শত শত যুবক এখানে নিয়মিত ভিড় করে। কেউ নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে, আবার কেউ তা ক্রয় করে বিভিন স্থানে নিয়ে যায়। ওই জুয়ার আসরকে কেন্দ্র করে রীতিমতো মেলা বসেছে করতোয়া নদীর ধারে। যে কারণে উপজেলার পশ্চিমাঞ্চল করতোয়া ঘেঁষা গ্রামগুলো এখন জমজমাট। অভিযোগ রয়েছে, ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের সাথে বিশেষ চুক্তিতে জুয়ার আসর বসানো হয়েছে। যে কারণে জুয়া বন্ধে পুলিশে অভিযোগ করে কোনো কাজ হচ্ছে না। পুলিশ অভিযোগকারীর নাম জুয়াড়িদের কাছে প্রকাশ করে দেয়ায় উল্টো অভিযোগকারীরাই হুমকির শিকার হচ্ছে। জুয়ার খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছে এলাকার খেটে খাওয়া সহজ সরল মানুষ। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে পীরগঞ্জ থানার ওসি রেজাউল হক বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। এদিকে জুয়ার আসর বন্ধে ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার সাধারণ মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।