Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজাপুরে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় বৃদ্ধ দম্পতি

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষদের অব্যাহত হুমকিতে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধনসিঁড়ি ইউনিয়নের চর সাচিলাপুর গ্রামের এক বৃদ্ধ দম্পতি নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিরাপত্তাহীনতায় থাকা দম্পতি মোশারফ মাঝি (৭০) ও সালেহা বেগম (৬২) জানান, ২৪ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই রশিদ মাঝিদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাদের ভাগে অংশ দখল করতে দিচ্ছে না রশিদ মাঝিরা। মোশারফ মাঝি জানান, এই ২৪ শতাংশ জমির মধ্য থেকে ১২ শতাংশ জমির মালিক তিনি। কিন্তু এই জমি তাকে দখলে নিতে না দেয়ায় বাধ্য হয়ে রশিদ মাঝি, ইসমাইল মাঝি, খলিল মাঝিসহ অন্যদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ৯ ফেব্রæয়ারি মোশারফ মাঝিকে লাঠি দিয়ে মারধর করে ইসমাইল মাঝি। পরে স্থানীয় মোশারফ মাঝিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করান। স্থানীয়রা জানান, মোশারফ মাঝির দুই ছেলে ঢাকায় থাকেন বাড়িতে কেবল তারা বৃদ্ধ দম্পতি ও তাদের দুই মেয়ে বসবাস করেন। এই সুযোগে রশিদ মাঝি ও ইসমাইল মাঝিসহ অন্যরা মিলে মামলা তুলে নিতে বিভিন্ন রকমের হুমকি প্রদান করেন। মোশারফ মাঝির স্ত্রী সালেহা বেগম বলেন, ‘আমরা এদের ভয়ে থাকি সব সময়। কখন আমাদের মেরে ফেলে। আমরা প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা চাই। তবে অভিযোগ অস্বীকার করে ইসমাইল মাঝি বলেন, ‘এই জমির ব্যাপারে স্থানীয়ভাবে সালিশি হয়েছে তাতে মোশারফ মাঝি যতটুকু জমি পেয়েছে তা তাকে বুঝিয়ে দেয়া হয়েছে। উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ