Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাদাবকে বাঁচাতে সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : তিন বছর বয়সের ফুটফুটে শিশু সাদাব খান। জন্ম খুলনা শহরের বানরগাতি এলাকার এক নিম্নবিত্ত পরিবারে। এখন পর্যন্ত ভালো করে পৃথিবীটাকে বুঝে উঠতে পারেনি। জীবনের স্বাদ ভালো করে গ্রহণ করার আগেই মৃত্যুর হাতছানি দুয়ারে। জন্মের পর থেকেই হার্টে ২টি ছিদ্র এবং একটি ভাল্ব নেই শিশু সাদাবের। ভিটাবাড়ি ও সহায়-সম্পদ বিক্রি করে কয়েক লাখ টাকা খরচ করে কলকাতায় নিয়ে চিকিৎসা করা হলেও তেমন কোনো সুফল হয়নি। কলকাতার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুটিকে ভেলরে নিয়ে যেতে হবে। আর তাহলে হয়তো বাঁচবে শিশু সাদাব। এতে ১০ লক্ষাধিক টাকা প্রয়োজন। যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। পরিবারের শেষ সম্বলটুকু ভিটাবাড়ি বিক্রি করে প্রাথমিক চিকিৎসা করিয়ে আজ তারা নিঃস্ব প্রায়। তাই বাধ্য হয়েই সমাজের দানশীল, বিত্তবান ও দয়াবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সাদাবের পরিবার।
সাহায্য পাঠানো ঠিকানা-
তাহমিনা সুলতানা
সঞ্চয়ী হিসাব নং-৫৩৩১৯,
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, খুলনা শাখা।
মোবাইল : ০১৮১৬-৫২৩৮৬৫



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ