রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামী, শ্বশুরবাড়ির লোকজন রিমা বেগম নামে এক গৃহবধূর ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কান্দাপাড়া এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। গৃহবধূর রিমা বেগম সিলেট জেলার ওসমানপুর থানার তাহিরপুর এলাকার লিটনের মেয়ে। রিমা বেগম জানান, দুই বছর আগে কান্দাপাড়া এলাকার হাবিুবর রহমান কাজীর ছেলে আলীরাজ কাজীর সঙ্গে রিমা বেগমের ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বেশকিছুদিন ধরেই স্বামী আলীরাজ কাজীসহ শ্বশুরবাড়ির লোকজন রিমা বেগমকে তার বাবার বাড়ি থেকে ৩ লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলো। রিমা বেগম তার বাবার বাড়ি থেকে কোন ধরনের টাকা এনে দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। যৌতুকের টাকা না দেয়ায় স্বামী আলীরাজ কাজী ও শাশুড়ি আমেনা বেগম গৃহবধূ রিমা বেগমকে পিটিয়ে আহত করে। রিমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রিমা বেগমকে উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।