রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : দোয়ারাবাজারের আব্দুছ ছাত্তার (৭০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের দলৈরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুছ ছাত্তার গ্রামের মৃত মন্তাজ মেম্বারের পুত্র। হত্যাকাÐটি রহস্যজনক বলে জানা গেছে। এছাড়া প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে রাতের আঁধারে বৃদ্ধাকে নৃশংসভাবে গলঅ কেটে হত্যা করা হয়েছে বলেও অনেকের ধারণা। তবে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানায়, গত বুধবার রাত আনুমান সাড়ে ১১টায় তাদের প্রতিপক্ষ নিহতের আপন ভাই আব্দুর রহিম, কালা মিয়াসহ তাদের ভাই-ভাতিজা জমিজমা সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা নিষ্পত্তি করার কথা বলে তার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ঘনিয়ে আসলেও তিনি আর বাড়ি ফেরেনি। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী খালে তার গলা কাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে দুপুরে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার কানন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুর রহিম (৪৫), আবুল কালাম ওরফে কালা মিয়া (৪০), কালা মিয়ার স্ত্রীসহ সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ। দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক জানান, হত্যাকাÐের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপন ভাইদের সাথে একে অপরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।