রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব আমজাদ হোসেন নাহিনকে দায়িত্ব অবহেলার কারণে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত আমজাদ হোসেন উপজেলার ধনাই ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আউয়াল তাকে বহিষ্কারের আদেশ দেন। জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্রীপুর থানা থেকে প্রশ্ন নিয়ে যথাসময়ে মাওনা কেন্দ্রের পরীক্ষা শুরু হয়। পদার্থ বিদ্যা ও ফিন্যান্স ব্যাংকিং বিষয়ের প্রশ্ন না থাকায় ১৩১ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাধাগ্রস্ত হয়। এ সময় প্রায় বিশ মিনিট ওই ছাত্রদের পরীক্ষা বন্ধ থাকে। বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আউয়াল দ্রুত প্রশ্ন সরবরাহ করে পরীক্ষার ব্যবস্থা করেন। দায়িত্ব অবহেলার জন্য কেন্দ্র সচিব আমজাদ হোসেন নাহিনকে বহিষ্কার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আতিকুর রহমান খানকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান জানান, সঠিক সময়ে প্রশ্ন সরবরাহ করতে না পারায় পনের মিনিট পরীক্ষা বন্ধ ছিল। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আউয়াল জানান, দায়িত্ব অবহেলার জন্য কেন্দ্র সচিবকে বহিষ্কার করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। পরীক্ষার্থীদের অতিরিক্ত পনের মিনিট পরীক্ষা নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।