রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ঘাটাইলে দুই প্রাক্তন ছাত্র পিটিয়ে আহত করেছে আনোয়ার হোসেন নামে এক শিক্ষককে। সে ঘাটাইল উপজেলার সাধুটি নজীব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। গত বুধবার বিকালে স্কুল প্রাঙ্গনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন। ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীরা লাঠিসোঠা নিয়ে ঘটনার সাথে জড়িত দুই প্রাক্তন ছাত্রের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক বিদ্যালয়টি একটি নতুন ভবন নির্মানের বরাদ্দ পেয়েছে। এজন্য বিদ্যালয়ের পুরাতন টিনের ঘর ভেঙ্গে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেন বিদ্যালয় কর্তৃপক্ষ। সে মোতাবেক বুধবার দুপুরে কার্যাদেশ পাওয়া ঠিকাদার ভবন নির্মাণের জায়গা দেখতে বিদ্যালয়ে যায়। এ নিয়ে নির্ধারিত স্থানে নতুন ভবন নির্মাণে মিটিংয়ের সময় দুই প্রাক্তন ছাত্র বাধা দেয়। এর ফলে দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও তার শ্যালক আঃ কাদেরকে পিটিয়ে জখম করে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. শিহাব উদ্দীন ও মো. পলাশ। পরে এলাকাবাসী প্রাক্তন ছাত্র মো. শিহাব উদ্দীন ও লেবু মিয়াকে পিটিয়ে আহত করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।