Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাল দলিলে সম্পত্তি আত্মসাতের অভিযোগ : প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে জালদলিল করে অর্ধকোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রতিবাদ করায় জমির মালিককে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত বুধবার সকালে উপজেলার পূর্ব কালাদী এলাকায় এ হুমকির ঘটে এ ঘটনা। জমির মালিক আব্দুল হান্নান মিয়া জানান, কাঞ্চন পৌর পূর্ব কালাদী এলাকায় বিভিন্ন দাগে তার বাবার ১০.২২ শতাংশ জমি ছিল। যা তার চাচা তারাজ উদ্দিন, তারাজ উদ্দিনের ছেলে লেকত আলী, মেয়ে গোলবাহার, লেকত আলীর স্ত্রী খোশ আক্তার, তারাজ উদ্দিনের স্ত্রী নূর জাহানসহ আরো কয়েকজন জাল-জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে জবর দখল করে রেখেছে। অথচ তারা যেই দলিলের মাধ্যমে জমি জবর দখলে রেখেছে বাস্তবে তার কোন অস্তিত্ব নেই। এই জমি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হয়েছে। সেখানে সালিশ বেঠকের বিচারকরা উভয় পক্ষের কাগজপত্রাদী দেখে জমির মালিক আব্দুল হান্নান মিয়ার পক্ষেই রায় দেন। কিন্তু তারাজ উদ্দিনরা গ্রাম্য সালিশ বৈঠকে বিচারকদের কথা মানলেও পরে জমি আর ফেরত দেননা। তার রয়েছে ক্ষমাধর সন্ত্রাসী বাহিনী ও অবৈধ্য অস্ত্রের ব্যবহার, তাই ভয়ে মুখ খুলতেও পারেননা হান্নান মিয়া। তিনি আরো জানান, তিনি ছোট থাকতেই তার বাবা ইয়াদ আলী মারা যান। মারা যাওয়ার কিছু দিন পর তার বাবার সম্পত্তি চাচা তারাজ উদ্দিন ও তার পরিবার ভুয়া দলিল দেখিয়ে জোরপূর্বক দখলে নেয়। আর সে সময় হান্নান মিয়া ও তার ভাই বোনেরা ছোট ছোট থাকায় এর প্রতিবাদ করতে পারেনি। গত বুধবার সকালে আব্দুল হান্নান, তার ভাই হাবিবুর ও মান্নান জমির কাগজপত্র নিয়ে বিবাদী পক্ষকে বসতে বলেন এবং কাগজপত্র মূলে যদি তারা জমি প্রাপ্য হন তবে তাদের প্রাপ্য জমি বুঝিয়ে দিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারাজ উদ্দিনসহ তার লোকজন গালিগালাজ শুরু করেন ও সন্ত্রাসী বাহিনীর ভয় দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দিতে চান। এতে তারা প্রতিবাদ করলে আব্দুল হান্নান মিয়াকে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং  ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করার চেষ্টা করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জসীম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ