রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের মোবাইল ফোন হাতিয়ে নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। গতকাল বৃহস্পতিবার সকালে কুমুদিনী হাসপাতালের এমএসবি ওয়ার্ডে এ প্রতারণার ঘটনা ঘটে। প্রতারক আসলাম খান (২৭) উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা গ্রামের সারোয়ার হোসেন খানের ছেলে। এ সময় প্রতারক আসলামের কাছ থেকে রোগীদের দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতারক আসলাম খান এমএসবি ওয়ার্ডে গিয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে নানা কথা বলে। এক পর্যায়ে কৌশলে কয়েকজন রোগীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় প্রতারক। পরে এক রোগী টের পেয়ে তাকে ধরে ফেলে। এ ব্যাপারে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের স্ট্রেট অফিসার সৈয়দ হায়দার আলী বলেন, প্রতারক নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে মোবাইল হাতিয়ে নিতে গেলে রোগীরা ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।