Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগুনে পুড়লো কোটি টাকার সম্পদ

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী সদর উপজেলার বুধবার দিবাগত গভীর রাতে গোয়ালন্দ মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকা-ের খবর পাওয়া গেছে। অগ্নিকা-ে ফার্নিচারের দোকান কারখানাসহ ছয়টি ব্যাবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগুনে পুড়ে যাওয়া ডিজিটাল খন্দকার ফার্নিচারের প্রোপ্রাইটর হারুন খন্দকার জানান, বুধবার রাতে বরাবরের মতো দোকান বন্ধ করে যাওয়ার পর রাত ৩টার সময় ফোনে আগুন লাগার কথা জানতে পারেন। অগ্নিকা-ে তার দোকানের প্রায় ৩০ লক্ষ টাকার ফার্নিচার ও ফার্নিচার তৈরির আরো ৩০ লক্ষ টাকার সরঞ্জাম ছিল যার পুরোটাই আগুনে পুড়ে গেছে। সেই পাশে থাকা আরো পাঁচটি মুদি দোকান পুড়ে যায়। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার রাজা মিয়া জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। গভীর রাতে টেলিফোনের তার ব্যাবসা প্রতিষ্ঠানে অগ্নিকা- লাগার খবর জানতে পারেন। সাথে সাথে তিনি দোকানে এসে দেখে দোকানে থাকা ফ্রিজ, নগদ টাকা এবং মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মার্কেটে থাকা ব্যাবসায়ী নাসির এবং কামাল জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কাছে কেউ যেতে পারেনি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা ৫-৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা যদি সময় মত না আসতো তবে আশে পাশের আরো বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হত। অগ্নিকা-ে ছয়টি দোকানে থাকা আসবাবপত্র, মালামাল ও নগদ অর্থসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। রাজবাড়ীর ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে রাজবাড়ী এবং ফরিদপুরের দুটি ইউনিট ৫-৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ