Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে ট্রাক-ভটভটি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

বগুড়া অফিস | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ৫:২০ পিএম

বগুড়া অফিস : বগুড়ার শেরপুর উপজেলার মালবাহী ট্রাক ও ভটভটির সংঘর্ষে চাল ব্যবসায়ী রিপন (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুরের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর শহরমুখী একটি মালবাহী ট্রাক কৃষ্ণপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাল ব্যবসায়ী রিপন নিহত হন।

পরে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।

শেরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদা বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ